Skip to main content

Posts

Showing posts from September, 2018

Recent General Knowledge

১) শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কতটি ? __ ৬৫টি ২) মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে ? __ সিকান্দার আবু জাফর ৩) বনি আদম"কাব্যগ্রন্থের লেখক কে ? __ গোলাম মোস্তফা(১৯৫৮) ৪) প্রেমের সমাধি"কার উপন্যাস ? __ মোহাম্মদ নজিবুর(উপাধি সাহিত্যরত্ন) ৫) সংসার ও যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ কী ? __ সম্ + সার , যদি+অপি। ৬) সেতার , চৌরাস্তা , শতাব্দী , চৌকাঠ কোন সমাস ? __ দ্বিগু সমাস। ৭) শুদ্ধ বানান ? ___ অদ্যাপি , অভ্যন্তরীণ , সদ্যোজাত। ৮) 'Hand's verb? __hand ৯) " opinion"synonym? __Belief. ১০)" unstable( পরিবর্তনশীল)" synonym? __Changeable ১১) " Dead letter"phrases? __Low not in force( অকেজো) ১২) ১টি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে।কতজন লোক ঐ কাজ ১দিনে সম্পন্ন করতে পারবে ? __ ১৫০(১৫*১০=১৫০) ১৩) একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে।সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে ? __ ৮০%(৬০*১০০/৭৫=৮০টি) ১৪) ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে ? __ ৬। ১৫) বৃহস্থ সামন্তরিক একটি কী ? __ আ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ৫৭৭টি প্রশ্ন-উত্তর ২০১৮

প্রশ্নঃ ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? উত্তরঃ ৮ প্রশ্নঃ ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো উত্তরঃ ১২০° প্রশ্নঃ একটি পঞ্চভুজের সমষ্টি উত্তরঃ ৬ সমকোণ প্রশ্নঃ বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত? উত্তরঃ 2x বর্গমিটার প্রশ্নঃ x + y = 2, x 2 + y 2 = 4 হলে x 3 + y 3 = কত? উত্তরঃ 8 প্রশ্নঃ A = {1, 2, 3} B = ∅ হলে A ∪ B = কত? উত্তরঃ {1, 2, 3} প্রশ্নঃ ( 5(n 2) 35*(5(n-1)) )/4*5n এর মান কত? উত্তরঃ 8 প্রশ্নঃ আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল? উত্তরঃ ১১ প্রশ্নঃ ০.০৩, ০.১২, ০.৪৮, — শূন্যস্থানে সংখ্যাটি কত হবে? উত্তরঃ ১.৯২ প্রশ্নঃ ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন “আগামীকাল”। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? উত্তরঃ ৭ প্রশ্নঃ মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে এক