Skip to main content

Recent General Knowledge

১) শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কতটি?
__
৬৫টি
২) মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে?
__
সিকান্দার আবু জাফর
৩) বনি আদম"কাব্যগ্রন্থের লেখক কে?
__
গোলাম মোস্তফা(১৯৫৮)
৪) প্রেমের সমাধি"কার উপন্যাস?
__
মোহাম্মদ নজিবুর(উপাধি সাহিত্যরত্ন)
৫) সংসার ও যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
__
সম্ + সার, যদি+অপি।
৬) সেতার,চৌরাস্তা,শতাব্দী,চৌকাঠ কোন সমাস?
__
দ্বিগু সমাস।
৭) শুদ্ধ বানান?
___
অদ্যাপি,অভ্যন্তরীণ,সদ্যোজাত।
৮) 'Hand's verb?
__hand
৯) "opinion"synonym?
__Belief.
১০)"unstable(পরিবর্তনশীল)"
synonym?
__Changeable
১১) "Dead letter"phrases?
__Low not in force(
অকেজো)
১২) ১টি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে।কতজন লোক ঐ কাজ ১দিনে সম্পন্ন করতে পারবে?
__
১৫০(১৫*১০=১৫০)
১৩) একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে।সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে?
__
৮০%(৬০*১০০/৭৫=৮০টি)
১৪) ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
__
৬।
১৫) বৃহস্থ সামন্তরিক একটি কী?
__
আয়তক্ষেত্র।
১৬) ৯.১২.১৮.৩০.৫৪.......পরিবর্তী পদটি কী?
__
১০২(৯+৩=১২,......৫৪+৪৮=১০২)
১৭) দহগ্রাম ও আঙ্গুরপোতা"ছিটমহল কোন জেলায় অবস্থিত?
__
লালমনিরহাটে।
১৮) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
__
প্যারিসে।
১৯) ঢাকা বিভাগে বর্তমানে জেলা কয়টি?
__
১৩টি।
20) উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়?
__
১৮৫৭ সালে সিপাহীবিদ্রোহ।
১১৭১) মরক্কোর কোন পর্যটক সোনার গাঁও এসেছিল?
__
ইবনে বতুতা(ফখরুদ্দিনের সময়)
১১৭২) কাঠমন্ডুতে সার্কের সচিবালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
__
১৮৮৭ সালে।
১১৭৩) কোন বস্তু আলোর সকল রঙ প্রতিফলিত করে?
__
সাদা(কালো বস্তু আলোর সকল রঙ শোষণ করে)
১১৭৪) তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়?
__
বায়বীয় বস্তু।
১১৭৫) বর্ণালির প্রান্তিয় বর্ণ কী কী?
__
বেগুনি ও লাল।
__
রমজান___
১১৭৬) correct spelling?
__"Satellite
১১৭৭) He and I (---)well.
__are
১১৭৮) Utilze"synonym?
__Employ(
সঠিকভাবে ব্যবহার)
১১৭৯) শুদ্ধবানান?
__
মুহূর্ত,মুমূর্ষু,নিরহংকার,বাল্মীকি।
১১৮০) "দুদিনের খেলাঘর"উপন্যাসটির রচয়িতা কে
__
আকবর হোসেন।
১১৮১)"সোনাভান"কাব্যগ্রন্থির রচয়িতা কে?
__
শাহ্ মুহাম্মদ গরীবুল্লাহ।
১১৮২) বাংলাদেশের কোন সাতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
__
ব্রজেন দাস।
১১৮৩)বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের?
__
সিলেটের।
১১৮৪) সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে কতদিন?
__
২৫দিন।
১১৮৫) কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে।যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কতজন ছাত্র পাস করে?
__
৩৫জন
(
৫২-২৭=২৫%, ৪০-২৭=১৩%
যেকোন এক বিষয়ে=(২৫+১৩+২৭=৬৫%
উভয় বিষয়ে পাস (১০০-৬৫=৩৫%)
১১৮৬) ১.৫.১৩.২৯.৬১......ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
__
১২৫(১+৪=৫,৫+৮=১৩,১৩+১৬=২৯,
২৯+৩২=৬১,৬১+৬৪=১২৫)
১১৮৭) সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিগখণ্ডদ্বয়----
__
পরস্পর সমান।
১১৮৮) যে সামন্তরিকের সকল বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো সমান নয় তাকে কী বলে?
__
রম্বস।
১১৮৯) ৩ পুত্রের পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর।পিতার বয়স কত?
__
৫২ বছর।
তিন পুত্রের(১৬৩=৪৮)
পিতাসহ পুত্রের(২৫৪=১০০)
পিতার বয়স(১০০-৪৮=৫২ বছর)
১১৯০)"আকাশ"এর সমার্থক শব্দ কী?
__
ভুবন(অম্বর,গগন,নভ,ব্যোম,অন্তরীক্ষ)
১১৯১) পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান ম্যানগ্রোভ বনের নাম কী?
__
সুন্দরবন।
১১৯২) ৩টি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে সংখ্যা ৩দিনটির যোগফল কত?
__
১২(৩৫=৬০, ৩+৪+৫=১২)
১১৯৩)বাংলাদেশের প্রধান অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়?
__
মেহেরপুরে।
১১৯৪) পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ?
__
শুক্র
১১৯৫) বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
__
বাংলাবান্দা।
১১৯৬)জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যবহার করা হয়?
__
ফরমালিন।
১১৯৭)বধ্যভূমি,স্মৃতিসৌধ,রায়েরবাজার-এর নকশাবিদ কে?
__
ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল সাফি।
১১৯৮)সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধিতে?
__
বিকিরণ।
১১৯৯)সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?
__
দুধে।
১২০০)বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
__
চাঁপাইনবাবগঞ্জে।

 ১। বাংলদেশে মেট্রোরেলে মোট ব্যয় ২১৯৮৫ কোটি( বাংলাদেশ-৫৩৯০ এবং জাইকা-১৬৫৯৫)
২। বিশ্বের বড় চিড়িয়াখানা নাম টরন্টো জু,কানাডা
(
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ৪র্থ-২১৩.৪১ একর)
৩।মানবপুঁজিতে বাংলাদেশের সূচক -১৬১(১৯৫ টি দেশের মধ্য)
৪। শিক্ষাসূচকে বাংলাদেশ -১৩২ তম(শীর্ষ:ফিনল্যান্ড)
৫। জাতিসংঘের নানসেন শরনার্থী পুরস্কার পায়-
ইভান আতার আদাহা(সুদান)
৬। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে কে প্রথম ২৫০টি উইকেট শিকার করেন ?
=
মাশরাফি বিন মুর্তুজা
৭। মালদ্বীপের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম
ইব্রাহিম মোহাম্মাদ সলিহ (Ibrahim Mohamed Solih)
৮। ফিফা বর্ষসেরা ফুটবলার (পুরুষ) ২০১৮= লুকা মদ্রিচ( ক্রোয়েশিয়া)
ফিফা বর্ষসেরা ফুটবলার ( নারী) ২০১৮= মার্তা ( ব্রাজিল)
৯। ব-দ্বীপ পরিকল্পনা পাশ ৪ সেপ্টেম্বর ২০১৮ এবং ব-দ্বীপ পরিকল্পনার মেয়াদ ১০০বছর।
১০। ৪র্থ BIMSTEC সম্মেলন হয় ;৩০-৩১ আগস্ট ২০১৮;কাঠমান্ডু,নেপাল
১১। ৭ মার্চ ভবন উদ্বোধন:১সেপ্টেম্বর ২০১৮;রোকেয়া হল,ঢাবি

১২। ১৮ সেপ্টম্বর থেকে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে নিউইয়র্কে । শেখ হাসিনা বাংলায় ভাষণ দিবেন ২৭ সেপ্টম্বর ।
উল্লেখ্য ২৫ সেপ্টেম্বর ২০১৮ জাতিসংঘের সদর দপ্তরে ম্যান্ডেলার ভাস্কর্য উন্মোচিত: নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তাঁর ভাস্কর্য উন্মোচিত হয়েছে।
ম্যান্ডেলার সম্মানে শান্তি সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ

১৩। ২০১৮ সালে ১২ তম আসরে চ‍্যাম্পিয়ন হয়েছে কোন দল?
=
মালদ্বীপ; সর্বোচ্চ সাত বারের 
চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে (২-১) দ্বিতীয় বারের মতো সাফ চ‍্যাম্পিয়ন হয় (প্রথমবার ২০০৮ সালে)।
১৪।২০২০ সালে ১৩ তম সাফ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
=
পাকিস্তানে।
১৫।বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান কত তম?
=
১৩৬ তম; ( প্রথম নরওয়ে
১৬। এখন পর্যন্ত বাংলাদেশের GDP প্রবৃদ্ধি হার = 7.86%
মাথাপিছু আয় = 1751 মার্কিন ডলার
১৭। US Open-2018 winners
Male- zokovic
Female - noumi osaka
.
১৮।শেখ হাসিনার সাম্প্রতিক পুরস্কার
২০১৮ : মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নজির স্থাপন করায় ইন্টারপ্রেস সার্ভিস (Inter Press Service) নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ (International Achievement Award- 2018)দেবে।
#
রোহিঙ্গা সঙ্কটের সমাধানে দূরদর্শী নেতৃত্বের কারণে দাতব্য সংগঠন গ্লোবাল হোপ কোয়ালিশন’ (Global Hope Coalition) -এর পরিচালনা পর্ষদ শেখ হাসিনাকে স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপঅ্যাওয়ার্ড’ (Special Recognition for Outstanding Leadership award) দেবে।
১৮।রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি প্রস্তাব দিয়েছেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

বিসিএসের ক্যাডার চয়েসঃ সঠিক ক্যাডার পছন্দক্রম কিভাবে নির্ধারণ করবেন - Shamim Anwar

নিজের উপযোগী সঠিক ক্যাডার চয়েস নির্ধারণ বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও চয়েস দেওয়ার ভুলে প্রত্যাশিত ক্যাডার যেমন হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে, তেমনি ভাইভা বোর্ডের সামনেও তৈরি হতে পারে বিব্রতকর পরিস্থিতি । সুতরাং আবেদন করার পূর্বেই এ সংক্রান্ত সুচিন্তিত - সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীর অবশ্য কর্তব্য। অনেকেরই জিজ্ঞাসা, কোন কোন ক্যাডার চয়েস দিব এবং সেগুলোর মধ্যে কোনটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসে রাখব? প্রথমেই বলে রাখি, চাকুরীরত না থাকলে যে যে ক্যাডার চয়েস দেওয়ার যোগ্যতা আপনার আছে, তার সবগুলোই চয়েস লিস্টে রাখুন। আর আপনি যদি কোন সরকারি /বেসরকারি জবে থাকেন তাহলে শুধু সেই ক্যাডারগুলোই চয়েস দিন যেগুলোতে সুপারিশকৃত হলে আপনি যোগদান করবেন। পছন্দক্রম নির্ধারণঃ -------------------------- সঠিক ক্যাডার চয়েস ক্রম ঠিক করার জন্য   বিসিএসের ক্যাডারসমূহকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়-- ক. আইন প্রয়োগ ও প্রশাসন সংক্রান্তঃ ১. পুলিশ ২.প্রশাসন ৩.আনসার খ. অর্থ, বাণিজ্য রাজস্ব, আর্থিক প্রক্রিয়া সংক্রান্তঃ ১. কাস্টমস ২

কিছু ব্যতিক্রমধর্মী এক কথায় প্রকাশ

★আকাশ ও পৃথিবী→ ক্রন্দসী ★ উরন্ত পাখির ঝাঁক→ বলাকা ★ জন্ম নেই যার→ অজ ★ অর্থহীন উক্তি→ প্রলাপ ★ কথায় পটু→ বাগীশ ★ কাচের তৈরি ঘর→ শিশমহল ★ কুবেরের ধন রক্ষক→ যক্ষ ★ গমন করতে পারে যে→ জঙ্গম ★ তিন ভাগের এক→ তেহাই ★ ধুলার মতো রং যার→ পাংশুল ★ নাটকের পাত্র-পাত্রী→ কুশীলব ★ পাখির ডাক→ কাকলি ★ বস্ত্র কিংবা পত্রের শব্দ→ মর্মর ★ বিড়ালের ডাক→ জিবন ★ বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন→সালতামামি ★ বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা→ কিশলয় ★ বৃষ্টির জল→ শীকর ★ ভ্রমণ করার ইচ্ছা→ বিভ্রমিষা ★ ভেতরে প্রবেশ→ সন্নিবেশ ★ ফিটফাট গোছের তরুণ যুবক→ ফটিকচাঁদ ★ ফুলের মধু→ মকরন্দ ★ মেঘের ডাক→ মন্দ্র ★ যা স্হানান্তর করা যায়না→ স্থাবর ★ যিনি অনেক দেখেছেন→ভূয়োদর্শী ★ যিনি বাক্যে অতি দক্ষ→ বাচস্পতি ★ যুদ্ধ হতে পালায়না যে সৈন্য→সংশপ্তক ★ যে নারী অন্যের নিন্দা করেনা→অনসূয়া ★ যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্জল পান করেনা→চাতক ★ রাতের শিশির→ শবনম ★ হাতির শাবক→ করভ ★ হাতির বাসস্থান→ পিলখানা ★ সিংহের ধ্বনি→ নাদ

বিসিএস এ আবেদন করার যোগ্যতা, প্রিলি+রিটেন+মৌখিক সিলেবাস, বইয়ের লিস্ট, ক্যাডারসমূহ

🇧🇩 বিসিএস এ অাবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না। তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে। আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে? ♦ SSC, HSC কিংবা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে, জিপিএ ৩.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ ♦ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- (৪ পয়েন্ট স্কেলে) ৩.০০ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.২৫ বা তদূর্ধ কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি (৫ পয়েন্ট স্কেলে) ৩.৭৫ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.৮১৩ বা তদূর্ধ কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি 🇧🇩 বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃ আমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন। ১. ১০ম থেকে ৩৮তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা (সল্যুউশন ব্যাখ্যা সহ) ২. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3 ৩. ইংরেজীঃ # Emglish for compitative exam ও সাহিত্যের জন্য মি