Skip to main content

বাংলাদেশ বিষয়াবলিঃ (সাধারণ জ্ঞান)

১) বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প ---- তিস্তা। 
২)বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে--- চাঁপাইনবাবগঞ্জ।
৩) হোয়াইট গোল্ড নামে পরিচিত --- চিংড়ি। 
৪) কচুরিপানা বাংলাদেশে আনা হয় --- মেক্সিকো থেকে। 
৫) পুলিশের প্রথম নারী কমান্ডার --- এলিজা শারমিন। 
৬) বাংলাদেশে একমাএ কিশোরী সংশোধন প্রতিষ্ঠান --- কোনাবাড়ী। 
৭) প্রথম কিশোরী সংশোধন প্রতিষ্ঠান --- টঙ্গী। 
৮)ফাঁরাক্কা বাঁধ চালু হয় --- ১৯৭৫ সালে।
৯) বাংলাদেশ হতে বাঁধের দুরুত্ব --- ১৬.৫ কি.মি.।
১০) বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা ---২০০১ সালে। 
১১) বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা নাম --- বাসস। 
১২) জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় --- ১৯৫৪ সালে। 
১৩) ঢাকায় নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র --- মুখ ও মুখোশ। 
১৪) প্রথম সিনেমা হল --- পিকচার হাউস। 
১৫) বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন --- জেমস রেনেল। 
১৬) বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইনার হলো --- এ এন সাহা। 
১৭) এখানে তারকা চিহ্ন আছে --- ৪ টি। 
১৮) মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার ---- শিব নারায়ণ দাশ
১৯) প্রাথমিক ও গনশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা --- ১৯৯২ সালে। 
২০) বাংলাদেশে বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা চালু হয় --- ১জানু.১৯৯২ সালে। 
২১) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন --- ১৯৯০ সালের। 
২২) প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন --- ২৬ জুলাই ১৯৭২ সালে। 
২৩) দেশের আপিল বিভাগে বিচারক সংখ্যা ---১১ জন। 
২৪) ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় --- ১৯৯৮ সালে। 
২৫) বাংলাদেশের সর্বোচ্চ আদালত --- সুপ্রিমকোর্ট। 
২৬) বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার --- মার্কিন যুক্তরাষ্ট্র। 
২৭) বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক দেশ -- মার্কিন যুক্তরাষ্ট্র। 
২৮) বাংলাদেশে সীমান্তবর্তী ভারতের রাজ্যে -- ৫ টি। 
২৯) ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল গুলো --- মিজোরাম রাজ্যে। 
৩০) বাংলাদেশের পাহাড় শ্রেনির ভূ- তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে --- টারশিয়ারী যুগের। 
৩১) বাংলাদেশের প্রশস্ততম নদী --- মেঘনা। 
৩২) বাংলাদেশের প্রাচীন জাতি --- দ্রাবিড়। 
৩৩) কাপ্তাই থেকে পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা --- ভেঙ্গী ভ্যালি।
৩৪) ফরায়জী আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন -- হাজী শরীয়তউল্লাহ। 
৩৫) বঙ্গবন্ধু ছয় দফা দাবি প্রথম লাহোরে উপস্থাপন করেন --- ৫ ই ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে। 
৩৬) ম্যাডোনা - ৪৩, মনপুরা -৭০ ও সংগ্রাম চিএকর্ম --- জয়নুল আবেদীন। 
৩৭) বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্যপদ লাভ করে --- ১৮ এপ্রিল, ১৯৭২ সালে (৩৬ তম)। 
৩৮) বাংলাদেশের ক্ষুদ্রতম নদী --- গোবরা। 
৩৯) ঢাকা গেট নির্মান করেন --- মীর জুমলা। 
৪০) জমি থেকে খজনা আদায় আল্লাহের আইনের পরিপন্থী --- দুদু মিয়া। 
৪১) ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে ---- ১১৭৬ সালে। 
৪২) অবিভক্ত বাংলার ২য় মুখ্যমুন্ত্রি ছিলেন --- এ কে ফজলুল হক। 
৪৩) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রি ছিলেন --- হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 
৪৪) জমিদার প্রথার বিলোপ ঘটে ---- ১৯৫০ সালে। 
৪৫) তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন --- ইলা মিএ। 
৪৬) ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় --- ১৬০০ সালে। 
৪৭) বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন --- লক্ষন সেন। 
৪৮) ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা হয় --- পলাশীর যুদ্ধে ( ২৩শে জুুন, ১৭৫৭ সাল)।
৪৯) কমলাপুর রেল স্টেশনের স্থপতি --- Bob Bouigh । 
৫০)সিলেট ও চট্টগ্রামের অঞ্চলের প্রাচীন নাম --- হরিকেল। 
৫১) বাংলায় ইউরোপীয় বনিকদের মধ্যে প্রথম বানিজ্যে করার উদ্দেশ্য আসেন --- পর্তুগিজরা। 
৫২) বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় --- ১৬ ই ডিসেম্বর, ১৯৭১ সালে। 
৫৩) আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ---স্যার সৈয়দ আহমেদ।
৫৪) ঢাকায় মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় --- ১৯০৬ সালে।
৫৫) দেশের সর্বোচ্চ শহীদ মিনার, ---- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 
৫৬) শাপলা চত্ত্বর স্থপতি --- আজিজুল জলিল পাশা।

Comments

Popular posts from this blog

বিসিএসের ক্যাডার চয়েসঃ সঠিক ক্যাডার পছন্দক্রম কিভাবে নির্ধারণ করবেন - Shamim Anwar

নিজের উপযোগী সঠিক ক্যাডার চয়েস নির্ধারণ বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও চয়েস দেওয়ার ভুলে প্রত্যাশিত ক্যাডার যেমন হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে, তেমনি ভাইভা বোর্ডের সামনেও তৈরি হতে পারে বিব্রতকর পরিস্থিতি । সুতরাং আবেদন করার পূর্বেই এ সংক্রান্ত সুচিন্তিত - সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীর অবশ্য কর্তব্য। অনেকেরই জিজ্ঞাসা, কোন কোন ক্যাডার চয়েস দিব এবং সেগুলোর মধ্যে কোনটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসে রাখব? প্রথমেই বলে রাখি, চাকুরীরত না থাকলে যে যে ক্যাডার চয়েস দেওয়ার যোগ্যতা আপনার আছে, তার সবগুলোই চয়েস লিস্টে রাখুন। আর আপনি যদি কোন সরকারি /বেসরকারি জবে থাকেন তাহলে শুধু সেই ক্যাডারগুলোই চয়েস দিন যেগুলোতে সুপারিশকৃত হলে আপনি যোগদান করবেন। পছন্দক্রম নির্ধারণঃ -------------------------- সঠিক ক্যাডার চয়েস ক্রম ঠিক করার জন্য   বিসিএসের ক্যাডারসমূহকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়-- ক. আইন প্রয়োগ ও প্রশাসন সংক্রান্তঃ ১. পুলিশ ২.প্রশাসন ৩.আনসার খ. অর্থ, বাণিজ্য রাজস্ব, আর্থিক প্রক্রিয়া সংক্রান্তঃ ১. কাস্টমস ২

কিছু ব্যতিক্রমধর্মী এক কথায় প্রকাশ

★আকাশ ও পৃথিবী→ ক্রন্দসী ★ উরন্ত পাখির ঝাঁক→ বলাকা ★ জন্ম নেই যার→ অজ ★ অর্থহীন উক্তি→ প্রলাপ ★ কথায় পটু→ বাগীশ ★ কাচের তৈরি ঘর→ শিশমহল ★ কুবেরের ধন রক্ষক→ যক্ষ ★ গমন করতে পারে যে→ জঙ্গম ★ তিন ভাগের এক→ তেহাই ★ ধুলার মতো রং যার→ পাংশুল ★ নাটকের পাত্র-পাত্রী→ কুশীলব ★ পাখির ডাক→ কাকলি ★ বস্ত্র কিংবা পত্রের শব্দ→ মর্মর ★ বিড়ালের ডাক→ জিবন ★ বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন→সালতামামি ★ বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা→ কিশলয় ★ বৃষ্টির জল→ শীকর ★ ভ্রমণ করার ইচ্ছা→ বিভ্রমিষা ★ ভেতরে প্রবেশ→ সন্নিবেশ ★ ফিটফাট গোছের তরুণ যুবক→ ফটিকচাঁদ ★ ফুলের মধু→ মকরন্দ ★ মেঘের ডাক→ মন্দ্র ★ যা স্হানান্তর করা যায়না→ স্থাবর ★ যিনি অনেক দেখেছেন→ভূয়োদর্শী ★ যিনি বাক্যে অতি দক্ষ→ বাচস্পতি ★ যুদ্ধ হতে পালায়না যে সৈন্য→সংশপ্তক ★ যে নারী অন্যের নিন্দা করেনা→অনসূয়া ★ যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্জল পান করেনা→চাতক ★ রাতের শিশির→ শবনম ★ হাতির শাবক→ করভ ★ হাতির বাসস্থান→ পিলখানা ★ সিংহের ধ্বনি→ নাদ

বিসিএস এ আবেদন করার যোগ্যতা, প্রিলি+রিটেন+মৌখিক সিলেবাস, বইয়ের লিস্ট, ক্যাডারসমূহ

🇧🇩 বিসিএস এ অাবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না। তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে। আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে? ♦ SSC, HSC কিংবা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে, জিপিএ ৩.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ ♦ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- (৪ পয়েন্ট স্কেলে) ৩.০০ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.২৫ বা তদূর্ধ কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি (৫ পয়েন্ট স্কেলে) ৩.৭৫ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.৮১৩ বা তদূর্ধ কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি 🇧🇩 বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃ আমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন। ১. ১০ম থেকে ৩৮তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা (সল্যুউশন ব্যাখ্যা সহ) ২. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3 ৩. ইংরেজীঃ # Emglish for compitative exam ও সাহিত্যের জন্য মি