Skip to main content

Posts

কারেন্ট অ্যাফেয়ার্স -অক্টোবর ২০১৮

# বাংলাদেশ   ১.সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন? উত্তরঃIPS International Achievement Award and 'Special Recognition for Outstanding Leadership Award '. 2.সম্প্রতি গহিন পাহাড়ে খুঁজে পাওয়া 'তিনাম ঝরনা' কোথায় অবস্থিত? উত্তরঃআলীকদম, বান্দরবান ৩.বর্তমানে আমাদের সাক্ষরতার হার কত? উত্তরঃ৭২.৯% ৪.বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছেন? উত্তরঃশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. ৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমানবহরে যুক্ত বিমানটির নাম কী? উত্তরঃআকাশবীণা ৬.বাংলাদেশে ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় কবে? উত্তরঃ ৯ সেপ্টেম্বর ২০১৮ ৭.নতুন দুটি চামড়া শিল্পনগরী হচ্ছে কোথায়? উত্তরঃ চট্টগ্রাম ও রাজশাহী ৮.দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরী ১ম সোলার ল্যাপটপের নাম কী? উত্তরঃতালপাতা, নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিষ্টেম লিমিটেড ৯.'সাঁওতাল রমনী' কার বিখ্যাত চিত্রকর্ম? উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন। ১০.' অনুপ্রেরণা ১৯' ক
Recent posts

সংবিধানের ১৭তম সংশোধনী

১. বর্তমানে বিদ্যমান নারী আসনের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ২৪ জানুয়ারি। ২. তাই এর মেয়াদ আরো ২৫ বছর বাড়ানোর জন্য (২০৪৪ সাল পর্যন্ত) সংশোধনী বিল ৮ জুলাই, ২০১৮ তারিখে সংসদে পাশ হয়। উল্লেখ্য যে, সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী ৫০ জন সংরক্ষিত নারী সদস্যের মেয়াদ চলতি সংসদেই শেষ হচ্ছে। ওই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, ‘সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ ( বর্তমানে সংবিধান, ১৭তম সংশোধনী আইন, ২০১৮ ) প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া দশ বৎসরকাল (বর্তমান ২৫ বৎসরকাল) অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাংগিয়া না যাওয়া পর্যন্ত [পঞ্চাশটি আসন] কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে, এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের (২) দফার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না।’ ২০০৪ সালে অষ্টম জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে সংরক্ষিত নারী সদস্যের ৪৫টি আসন সংসদে প্রতিনিধিত

Recent General Knowledge

১) শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কতটি ? __ ৬৫টি ২) মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে ? __ সিকান্দার আবু জাফর ৩) বনি আদম"কাব্যগ্রন্থের লেখক কে ? __ গোলাম মোস্তফা(১৯৫৮) ৪) প্রেমের সমাধি"কার উপন্যাস ? __ মোহাম্মদ নজিবুর(উপাধি সাহিত্যরত্ন) ৫) সংসার ও যদ্যপি শব্দের সন্ধি বিচ্ছেদ কী ? __ সম্ + সার , যদি+অপি। ৬) সেতার , চৌরাস্তা , শতাব্দী , চৌকাঠ কোন সমাস ? __ দ্বিগু সমাস। ৭) শুদ্ধ বানান ? ___ অদ্যাপি , অভ্যন্তরীণ , সদ্যোজাত। ৮) 'Hand's verb? __hand ৯) " opinion"synonym? __Belief. ১০)" unstable( পরিবর্তনশীল)" synonym? __Changeable ১১) " Dead letter"phrases? __Low not in force( অকেজো) ১২) ১টি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে।কতজন লোক ঐ কাজ ১দিনে সম্পন্ন করতে পারবে ? __ ১৫০(১৫*১০=১৫০) ১৩) একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে।সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে ? __ ৮০%(৬০*১০০/৭৫=৮০টি) ১৪) ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে ? __ ৬। ১৫) বৃহস্থ সামন্তরিক একটি কী ? __ আ