Skip to main content

কারেন্ট অ্যাফেয়ার্স -অক্টোবর ২০১৮

#বাংলাদেশ 
১.সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তরঃIPS International Achievement Award and 'Special Recognition for Outstanding Leadership Award '.
2.সম্প্রতি গহিন পাহাড়ে খুঁজে পাওয়া 'তিনাম ঝরনা' কোথায় অবস্থিত?
উত্তরঃআলীকদম, বান্দরবান
৩.বর্তমানে আমাদের সাক্ষরতার হার কত?
উত্তরঃ৭২.৯%
৪.বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছেন?
উত্তরঃশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. ৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমানবহরে যুক্ত বিমানটির নাম কী?
উত্তরঃআকাশবীণা
৬.বাংলাদেশে ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ৯ সেপ্টেম্বর ২০১৮
৭.নতুন দুটি চামড়া শিল্পনগরী হচ্ছে কোথায়?
উত্তরঃ চট্টগ্রাম ও রাজশাহী
৮.দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরী ১ম সোলার ল্যাপটপের নাম কী?
উত্তরঃতালপাতা, নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিষ্টেম লিমিটেড
৯.'সাঁওতাল রমনী' কার বিখ্যাত চিত্রকর্ম?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন।
১০.' অনুপ্রেরণা ১৯' কী?
উত্তরঃগাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত স্মারক ভাষ্কর্য, ভাষ্কর মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
১১.অর্থবিভাগের 'ব্যয় নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা ' অনুবিভাগের পরিবর্তিত নাম কী?
উত্তরঃব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ।
১২. পুলিশ কল্যাণ ট্রাষ্টেরর মালিকানায় প্রতিষ্ঠিত হতে যাওয়া ব্যাংকের নাম কী?
উত্তরঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লি.
#জাতীয়_সংসদ_ও_বিল
১৩. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ১২ সেপ্টেম্বর ২০১৮
১৪.বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ১২সেপ্টেম্বর ২০১৮
১৫.যৌতুক নিরোধ বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ১৬ সেপ্টেম্বর ২০১৮
১৬.কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ২০ সেপ্টেম্বর ২০১৮
#আন্তর্জাতিক
১৭.বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃযুক্তরাষ্ট্র।
১৮. পঞ্চম BIMSTEC সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃশ্রীলংকা
১৯.কাশ্মীরের ১ম মুসলিম নারী পাইলট কে?
উত্তরঃইরম হাবিব।
২০.অষ্ট্রেলিয়ার ইতিহাসে ১ম মুসলিম নারী সিনেটর কে?
উত্তরঃমেহরিন ফারুকি।
২১.জাপানে যুদ্ধবিমানের ১ম নারী পাইলট কে?
উত্তরঃমিসা মাতসুসিমা
২২.যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের ১ম মুসলিম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন কে?
উত্তরঃকেইথ এলিসন।
২৩.বিশ্বের ৩য় বৃহত্তম মসজিদের নাম কী?
উত্তরঃআলজেরিয়া গ্র্যান্ড মসজিদ।
২৪.সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃমুতাজ মুসা আবদুল্লাহ।
২৫.বিশ্বেরর ১ম ভাসমান দুগ্ধ খামার কোন দেশে অবস্থিত?
উত্তরঃনেদারল্যান্ডস
২৬.কিসমিস উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃতুরস্ক 
২৭.জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক
অধিবেশনের সভাপতি কে?
উত্তরঃমারিয়া ফার্নান্দো এম্পিনোসা গারসেস,ইকুয়েডর।
২৮.২০১৮ সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তরঃনোভাক জোকোভিচ(সার্বিয়া) ও নাওমি ওসাকা(জাপান)
#মানব_উন্নয়ন_প্রতিবেদন_২০১৮
২৯.বিশ্বে জনসংখ্যা কত?
উত্তরঃ৭৫৫.০৩ কোটি।
৩০.বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ১.১%
৩১.জনসংখ্যা শীর্ষ দেশ?
উত্তরঃচীন,১৪০.৯৫ কোটি।
৩২.জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ দেশ?
উত্তরঃবাহরাইন ৪.৩%এবং কম বুলগেরিয়া -০.৭%।
৩৩.সার্কভুক্ত দেশে সাক্ষরতার হারে শীর্ষ?
উত্তরঃমালদ্বীপ ৯৮.৬%
৩৪.বাংলাদেশের পুরুষ ও নারীর মাথাপিছু আয়?
উত্তরঃপুরুষ৫২৮৫ মা,ডলার
ও মহিলা২০৪১ মা.ডলার
৩৫..বাংলাদেশের পুরুষ ও নারীর মাথাপিছু গড় আয়ু?
উত্তর : পুরুষ ৭১.২ বছর ও নারী ৭৪.৬ বছর।

Comments

Popular posts from this blog

বিসিএসের ক্যাডার চয়েসঃ সঠিক ক্যাডার পছন্দক্রম কিভাবে নির্ধারণ করবেন - Shamim Anwar

নিজের উপযোগী সঠিক ক্যাডার চয়েস নির্ধারণ বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও চয়েস দেওয়ার ভুলে প্রত্যাশিত ক্যাডার যেমন হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে, তেমনি ভাইভা বোর্ডের সামনেও তৈরি হতে পারে বিব্রতকর পরিস্থিতি । সুতরাং আবেদন করার পূর্বেই এ সংক্রান্ত সুচিন্তিত - সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীর অবশ্য কর্তব্য। অনেকেরই জিজ্ঞাসা, কোন কোন ক্যাডার চয়েস দিব এবং সেগুলোর মধ্যে কোনটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসে রাখব? প্রথমেই বলে রাখি, চাকুরীরত না থাকলে যে যে ক্যাডার চয়েস দেওয়ার যোগ্যতা আপনার আছে, তার সবগুলোই চয়েস লিস্টে রাখুন। আর আপনি যদি কোন সরকারি /বেসরকারি জবে থাকেন তাহলে শুধু সেই ক্যাডারগুলোই চয়েস দিন যেগুলোতে সুপারিশকৃত হলে আপনি যোগদান করবেন। পছন্দক্রম নির্ধারণঃ -------------------------- সঠিক ক্যাডার চয়েস ক্রম ঠিক করার জন্য   বিসিএসের ক্যাডারসমূহকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়-- ক. আইন প্রয়োগ ও প্রশাসন সংক্রান্তঃ ১. পুলিশ ২.প্রশাসন ৩.আনসার খ. অর্থ, বাণিজ্য রাজস্ব, আর্থিক প্রক্রিয়া সংক্রান্তঃ ১. কাস্টমস ২

কিছু ব্যতিক্রমধর্মী এক কথায় প্রকাশ

★আকাশ ও পৃথিবী→ ক্রন্দসী ★ উরন্ত পাখির ঝাঁক→ বলাকা ★ জন্ম নেই যার→ অজ ★ অর্থহীন উক্তি→ প্রলাপ ★ কথায় পটু→ বাগীশ ★ কাচের তৈরি ঘর→ শিশমহল ★ কুবেরের ধন রক্ষক→ যক্ষ ★ গমন করতে পারে যে→ জঙ্গম ★ তিন ভাগের এক→ তেহাই ★ ধুলার মতো রং যার→ পাংশুল ★ নাটকের পাত্র-পাত্রী→ কুশীলব ★ পাখির ডাক→ কাকলি ★ বস্ত্র কিংবা পত্রের শব্দ→ মর্মর ★ বিড়ালের ডাক→ জিবন ★ বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন→সালতামামি ★ বৃক্ষাদির নতুন কচি শাখা বাপাতা→ কিশলয় ★ বৃষ্টির জল→ শীকর ★ ভ্রমণ করার ইচ্ছা→ বিভ্রমিষা ★ ভেতরে প্রবেশ→ সন্নিবেশ ★ ফিটফাট গোছের তরুণ যুবক→ ফটিকচাঁদ ★ ফুলের মধু→ মকরন্দ ★ মেঘের ডাক→ মন্দ্র ★ যা স্হানান্তর করা যায়না→ স্থাবর ★ যিনি অনেক দেখেছেন→ভূয়োদর্শী ★ যিনি বাক্যে অতি দক্ষ→ বাচস্পতি ★ যুদ্ধ হতে পালায়না যে সৈন্য→সংশপ্তক ★ যে নারী অন্যের নিন্দা করেনা→অনসূয়া ★ যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্জল পান করেনা→চাতক ★ রাতের শিশির→ শবনম ★ হাতির শাবক→ করভ ★ হাতির বাসস্থান→ পিলখানা ★ সিংহের ধ্বনি→ নাদ

বিসিএস এ আবেদন করার যোগ্যতা, প্রিলি+রিটেন+মৌখিক সিলেবাস, বইয়ের লিস্ট, ক্যাডারসমূহ

🇧🇩 বিসিএস এ অাবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না। তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে। আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে? ♦ SSC, HSC কিংবা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে, জিপিএ ৩.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ ♦ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- (৪ পয়েন্ট স্কেলে) ৩.০০ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.২৫ বা তদূর্ধ কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি (৫ পয়েন্ট স্কেলে) ৩.৭৫ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি ২.৮১৩ বা তদূর্ধ কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি 🇧🇩 বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃ আমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন। ১. ১০ম থেকে ৩৮তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা (সল্যুউশন ব্যাখ্যা সহ) ২. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3 ৩. ইংরেজীঃ # Emglish for compitative exam ও সাহিত্যের জন্য মি